ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে সংবাদকর্মীদের সংগঠন সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ–সভাপতি আরিফুল ইসলাম সুমন, সহ–সভাপতি রাকিবুর রহমান রকিব, সহ–সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ইফরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদল মিয়া, দপ্তর সম্পাদক সুদীপ দত্ত তনু, সদস্য আশিকুর রহমান সৌরভ প্রমুখ৷
উক্ত সভায় সরাইল রিপোর্টার্স ইউনিটির উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি অতীতের মতো আগামী দিনে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে সকলেই কাজ করার বিষয়ে আলোচনা হয়৷