Puber Alo
বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. খেলাধুলা
  3. গ্রাম বাংলার খবর
  4. জাতির সূর্য সন্তান
  5. ফেসবুক কর্নার
  6. ব্যক্তিত্বের আলো
  7. ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন
  8. শৃঙ্খলার আলো
  9. সংবাদ
  10. সাহিত্য ও সংস্কৃতি

সরাইলে জায়গা দখলের অভিযোগ ও জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
আতিকুল ইসলাম ইফরান
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে জোরপূর্বক চাচাতো ভাইয়ের জায়গা দখল এবং হামলা মামালার মাধ্যমে তাদেরকে হয়রানি করার অভিযোগ উঠেছে জুরু মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কুদরত আলী এবং তার স্ত্রী মোছাঃ মাজেদা বেগম। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুদরত আলী বলেন, জুরু মিয়া সম্পর্কে  আমার চাচাতো ভাই। এক সময় তার বাড়িঘর কিছুই ছিলো না। আমি ভাই হিসাবে আমার জায়গাতে থাকতে দিয়েছিলাম মানবতা দেখিয়ে। 

আজ সেই জুরু মিয়া আমার সরলতার সুযোগ নিয়ে আমার জায়গা দখল করে রেখেছে। জায়গা ফিরে পেতে মামলা করার কারণে জুরু মিয়া আমাকে মারধর করা’সহ আমার নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে একের পর এক। 

তিনি বলেন, আমি এখন অসহায় অবস্থায় রয়েছি। আমার না আছে অর্থ না আছে আপন একটা ভাই। এই সুযোগে জুরু মিয়া আমার ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

নিজের বক্তব্যে কুদরত আলী’র স্ত্রী মাজেদা বেগম বলেন, জুরু মিয়া ও ধন মিয়া’রা মিলে আমাদের জায়গা দখল করে রেখেছে। গ্রামের সালিশে আমরা সকল কাগজপত্র দেখিয়েছি কিন্তু তারা আমাদের জায়গা বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে আমরা সম্পত্তি ফিরে পেতে আদালতে মামলা করেছি। এর কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে জুরু মিয়া এবং বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

তবে সংবাদ সম্মেলনে তোলা এসব অভিযোগের বিষয়টি অস্বীকার করে মো.জুরু মিয়া বলেন আমার সঙ্গে তাদের কোন দাঙ্গা হাঙ্গামার কোন ঘটনা ঘটে নাই।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন

আপনার জন্য নির্বাচিত

সরাইল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রোকেয়া বেগম

সরাইল আশুগঞ্জ’বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার পলাশ

সরাইলে প্রধান শিক্ষক শেখ সাদি’র বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভূইশ্বর গ্রামবাসী 

পিতার আত্মার শান্তি কামনায় ছেলের ইফতার মাহফিল

সরাইল পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার

বন্ধুদের ফুলেল শুভেচ্ছা’য় সিক্ত চেয়ারম্যান শের আলম 

সরাইল উপজেলা’বাসীকে চেয়ারম্যান প্রার্থী শের আলমের ঈদ শুভেচ্ছা

গবেষণার জন্য বিদেশ থেকে আসা অনুদান করমুক্ত

যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের দিশারী সরাইল

‘এসটিপি প্লান্ট’ ছাড়া নতুন ভবনের অনুমোদন দেয়া হবে না: গণপূর্ত মন্ত্রী