Puber Alo
রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. খেলাধুলা
  3. গ্রাম বাংলার খবর
  4. জাতির সূর্য সন্তান
  5. ফেসবুক কর্নার
  6. ব্যক্তিত্বের আলো
  7. ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন
  8. শৃঙ্খলার আলো
  9. সংবাদ
  10. সাহিত্য ও সংস্কৃতি

সরাইলে প্রধান শিক্ষক শেখ সাদি’র বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভূইশ্বর গ্রামবাসী 

প্রতিবেদক
আতিকুল ইসলাম ইফরান
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি’র বিরুদ্ধে নিজের দূর্নীতি ও অপকর্ম ঢাকার জন্যে ব্যবসায়ী জুনাইদ মিয়া’কে হেনস্তা ও শিক্ষার্থীদের দিয়ে অশালীন মিছিল বের করার অভিযোগে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৮ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর বাজারে গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুরুব্বি মোঃ মালেক মিয়া।

প্রতিবাদ সভা’য় ভুক্তভোগী ব্যবসায়ী জুনাইদ মিয়া বলেন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি বিদ্যালয়ের মার্কেট নির্মাণে অনিয়ম’সহ বিভিন্ন ধরণের দূর্নীতির সঙ্গে জড়িত। আমি এসব বিষয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উল্টাপাল্টা বুঝিয়ে অশালীন ভাষায় স্লোগান দিয়ে মিছিল করিয়েছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার ষড়যন্ত্র করছে। 

সভায় বিডিআর মোঃ মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ মোশাররফ, দামাউড়া গ্রামের মোঃ জালাল ভূইয়া, ব্যবসায়ী মো. ইউনুস মিয়া, ব্যবসায়ী মো. হাবিবুর রহমান, প্রবাসী সাইফুল ইসলাম, পাকশিমুল ইউপি সদস্য মোঃ নাসির মিয়া, মোঃ ইয়াসিন মিয়া, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ প্রমুখ। 

প্রতিবাদ সভা শেষে প্রধান শিক্ষক শেখ সাদি’র অনিয়মের বিচার দাবি করে এবং ব্যবসায়ী জুনাইদ মিয়া’কে অপমান অপদস্ত করার নিন্দা জানিয়ে সরাইল–অরুয়াইল সড়কের ভূইশ্বর বাজারে প্রতিবাদ মিছিল করেন গ্রামবাসী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন

আপনার জন্য নির্বাচিত