আসছে আগামী ৮ ই মে ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোছাঃ আবেদা বেগম। তিনি সরাইল উপজেলা সদরের বাসিন্দা।
ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন আবেদা বেগম। জনগণের নিকট প্রার্থনা করছেন দোয়া ও সমর্থন।
আবেদা বেগম বলেন, আমি নেত্রী কিংবা জনপ্রতিনিধি হিসাবে না সারাজীবন মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণ যদি আমার পাশে থেকে আমাকে জয়যুক্ত করে আমি আধুনিক ও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সরাইল গঠনের লক্ষ্যে কাজ করে যাবো।