Puber Alo
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. খেলাধুলা
  3. গ্রাম বাংলার খবর
  4. জাতির সূর্য সন্তান
  5. ফেসবুক কর্নার
  6. ব্যক্তিত্বের আলো
  7. ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন
  8. শৃঙ্খলার আলো
  9. সংবাদ
  10. সাহিত্য ও সংস্কৃতি

সরাইলে মা-বাবার ঝগড়া থামাতে থানায় হাজির শিশু সিয়াম

প্রতিবেদক
আতিকুল ইসলাম ইফরান
এপ্রিল ২৮, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাধারণ বিষয়ে লেগে থাকা মা-বাবার ঝগড়া থামাতে থানায় অভিযোগ দিতে গেলো ছয় বছরের শিশু সিয়াম।

রবিবার (২৮ এপ্রিল) থানায় গিয়ে খুঁজে বের করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরানুল ইসলামের নিকট নিজের অভিযোগ বলেন সিয়াম। সে উপজেলা সদরের প্রাত বাজার এলাকার জাহাঙ্গীর মিয়া’র ছেলে।

শিশু সিয়ামের অভিযোগ, তার পিতা মাদকাসক্ত। প্রায়ই তার মা’কে মারধর করেন। খুব সাধারণ বিষয়ে ও মা-বাবার মাঝে ঝামেলা লেগে থাকে সবসময়। মায়ের এ কষ্ট দেখে পুলিশের সহযোগিতা পেতে থানায় হাজির সে।

সিয়ামের অভিযোগ মনোযোগ সহকারে শুনে তাৎক্ষনিক ওসির নির্দেশে এসআই জয়নাল আবেদীন ও এ এসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। এবং তার মা-বাবাকে আগামীতে আর কোনো ঝগড়া না করার অঙ্গীকার করান।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার মা-বাবার প্রতি বিরক্তি প্রকাশ এবং নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের মা-বাবা জানিয়েছেন, তার আর কখনো ঝগড়া করবেন না। এতে সিয়ামও বেশ খুশি হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন

আপনার জন্য নির্বাচিত