আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র সর্বস্তরের জনগণ সহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।
মঙ্গলবার (৯ এপ্রিল) পুবের আলোকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমার প্রাণপ্রিয় সরাইল উপজেলা সহ দেশ বিদেশের সকলের মাঝে।
রোকেয়া বেগম বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের সাথে মিশে থাকতে। আমি বরাবরই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কথা বলেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আধুনিক ও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সরাইল গঠনের লক্ষ্যে এবারেও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি অতীতের মতোই সরাইলের সম্মানিত ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোটটি দিয়ে সরাইলের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করার সুযোগ করে দিবেন।
তিনি বলেন, আমি জনগণের জন্যে রাজনীতি করি। জনসেবা ও মানুষের সুখেদুঃখে পাশে থাকা আমার লক্ষ্য ও উদ্দেশ্যে। আজীবন আমি সরাইলের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।