সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করা, সমাজ ও দেশে স্বার্থে কাজ করা’সহ নানা প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একদল যুবকের ঐক্য প্রচেষ্টা’য় গঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের দিশারী সরাইল”।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা’য় উপজেলা সদরের বিকাল বাজার এলাকায় পথচারী ও ভবঘুরে মানুষদের মাঝে ইফতার বিতরণ এবং বিকাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।
এতে, সরাইল উপজেলা’র নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক ও নানান মানবিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক’সহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরাইল জুড়ে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা’র লক্ষ্যে এ সংগঠন নবগঠিত হলেও সংগঠনটির বেশ ক’জন সদস্যবৃন্দ দীর্ঘদিন যাবত সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে সাধ্যমতো।